Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদী ও খাল

 

নদী

মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার একটি নদী।
নদীটির দৈর্ঘ্য ১৫৬ কিলোমিটার, গড় প্রস্থ ৩৪০০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মেঘনা আপার নদীর প্রদত্ত পরিচিতি

অত্র ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী।

মেঘানার বিশাল জলধারা যে কত সুন্দর দেখায় তা ভাষায় বুঝাতে পারবো না।

মেঘনা নদী বা মেঘনা লোয়ার নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চাঁদপুর শরিয়তপুর বরিশাল, লক্ষ্মীপুর ও ভোলা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার, গড় প্রস্থ ১১,০০০ মিটার এবং নদীটির প্রকৃতি বেণীসদৃশ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মেঘনা লোয়ার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ১৮।

খাল

ক্র:নং

খালের নাম

আয়তন

01

কাঠির মাথার খাল।

প্রায় ১ কি:মি

2

ভোলা

প্রায় ২ কি:মি

3

গাড়িয়াল খাল

প্রায় ২ কি:মি

4

ভবানীপুর নদীর পাড় খাল

প্রায় ৩ কি:মি

5

কাচিয়া সাহামাদার খাল

প্রায় ১ কি:মি

6 কাচিয়া মাঝের চর খাল প্রায় ৩কি:মি: