ভিজিডি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি (Safety Net Programme)।
দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি তাদের
স্বাবলম্বী/আত্মনির্ভরশীল করার লক্ষ্যে উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় নির্বাচিত এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই কর্মসূচির উপকারভোগীরা ১০০% মহিলা। প্রতিটি চক্র দুই বছর অর্থাৎ ২৪ মাস মেয়াদী।২০১৫-২০১৬ চক্র শুরু হয়েছে ১ জানুয়ারী ২০১৫ এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০১৬।২০১৫-২০১৬চক্রে ৪৮৮ টি উপজেলায় উপকারভোগীর সংখ্যা ৭ লক্ষ ৫০ হাজার জন।
খাদ্য বরাদ্দ, পরিবহন ব্যয়,অন্যান্য ব্যয় এবং উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় প্রশিক্ষণ ব্যয় বাবদ ২০১৪-২০১৫ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব খাতে মোট বাজেট ৯৩১,৯৫,৩৬,০০০/- (নয়শত একত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ ছত্রিশ হাজার) টাকা।
উপকারভোগী নির্বাচন
৬৪ জেলা ৪৮৮ টি উপজেলা ৪,৫৪৭টি ইউনয়নের ২০১৫-২০১৬ চক্রের জন্য উপকারভোগী মহিলা নির্বাচন করা হয়েছে।
খাদ্য বরাদ্দ
৪৮৮ টি উপজেলার ভিজিডি উপকারভোগীকে মাসে ৩০কেজি হারে প্রাপ্যতার সাপেক্ষে গম/চাল এবং ৩টি পার্বত্য জেলার ২৫টি উপজেলায় মাথাপিছু ৩০ কেজি হারে আতপ চাল বিতরণ করা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস