বিধবা ভাতা
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
বাস্তবায়নকারী মন্ত্রণালয়/দপ্তরসমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর কার্যক্রম শুরুর বছর১৯৯৮-৯৯ অর্থবছর কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য
১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা;
৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান সংজ্ঞা:বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা প্রদান কর্মসূচি আওতায় -
‘বিধবা’ বলতে তাদেরকেই বুঝানো হবে যাদেরস্বামী মৃত; ‘স্বামী পরিত্যক্ত’ বলতে তাঁদেরকেই বুঝানো হবে যাঁরা স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা বা অন্য যে কোন কারণেঅন্ততঃ দু’বছর যাবৎ স্বামীর সংগে যোগাযোগ বিচ্ছিন্ন বা একত্রে বসবাস করেন না ।
বয়স্ক ভাতাঃ ৬৫ বছরের র্উদ্ধের সখল জনগণকে গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল প্রকার বয়স্ক ভাতা প্রদান করে থাকে। যাহাতে তাদের বৃদ্ধ বয়সে অন্যের কাছে হাত তুলতে না হয়।
সেই জন্য সারকার নানা প্রকল্পে হতে তাদের বয়স্ক ভাতা দেয়।
য়স্কভাতা হচ্ছে একটি কর্মসূচি যাভদেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে প্রবর্তন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর এই কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস