অত্র ইউনিয়নে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।
এসব সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সংগঠন কর্তৃক পরিচালিত হয়।
নিম্ন কিছু সাংস্কৃতিক সংগঠনের নাম দেওয়া হল।
১। উদ্দীপন যুব তাফসির কমিটি
২। বীরশ্রেষ্ট মোস্তফা কামাল পাঠাগার
৩। গ্লোবাল রেক্রিসেন্ট সোসাইটি
৪। কাচিয়া যুব তাফসির কমিটি
৫। কিশোরকিশোরী সংগঠন
৬। আল হেলা সংগঠন।
উদ্দীপন যুব তাফসির কমিটি
বীরশ্রেষ্ট মোস্তফা কামাল পাঠাগার
গ্লোবাল রেক্রিসেন্ট সোসাইটি
কাচিয়া যুব তাফসির কমিটি
কিশোরকিশোরী সংগঠন
আল হেলা সংগঠন।
এছাড়ার বিভিন্ন অঙ্গ সংগঠন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সময় আয়োজন করে থাকে।
বিদ্যাচক্রের সাংস্কৃতিক জগৎ সতত সঞ্চারমান। ছাত্রছাত্রীদের মনোজগতের পরিপুষ্টির জন্য তথা চরিত্র গঠনে ,
প্রক্ষোভ ও প্রবৃত্তিকে সঠিকপথে চালিত করতে এবং জাতীয়তাবোধ জাগ্রত করতে বিদ্যাচক্রের সাংস্কৃতিক জগতের বিরাট ভূমিকা রয়েছে।
সরকারী বেসরকারী উদ্যোগে প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিদ্যালয়ের ...
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস