Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাতৃত্বকালীন ভাতা

পরিবারের ভরন পোষণের জন্য দরিদ্র মহিলাদের অর্থ উপার্যনের জন্য কাজ করতে হয়। কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে বা মাতৃত্বকালীন অবস্থায় কাজ করা সম্ভব হয় না। পুষ্টিকর খাবার বা ভরণ পোষণের অভাবে মা অসহায় অবস্থায় পড়েন। 
এই অবস্থা থেকে মুক্ত করতে দরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়। কমপক্ষে ২০ বছর বা তার বেশি বয়সের মাতৃত্বকালীন অবস্থায় যে কোন মহিলা এ সেবা পেতে পারেন। 
মাসিক ৩৫০/- হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর করে ৪বার বা ২৪ মাস ভাতা প্রদান করা হয়।

সেবার সুবিধা:

দরিদ্র মা আর্থিক ভাবে লাভবান হয়
অর্থের মাধ্যমে পুষ্টিকর খাবার খেতে পারেন
অর্থের অভাবে তাকে কষ্ট পেতে হয় না
পরিবারের ভরণ পোষণ সম্ভব হয়
শিশু স্বাস্থ্য নিশ্চিত হয়।
প্রক্রিয়া:

কোন দরিদ্র মা ভাতার জন্য ইউনিয়ন পরিষদে ভাতার জন্য যোগাযোগ করবেন বা নিজের নাম তালিকাভুক্ত করবেন।
 অথবা ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র গর্ভধারিণী মা কতজন আছেন এবং তাদের আর্থিক অবস্থা সম্পর্কে স্থানীয়ভাবে জরিপ এবং তথ্যানুসন্ধান করা হবে। 
জরিপে প্রাপ্ত তথ্য প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয়। 
এরপর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সরজমিনে পরিদর্শন করে প্রাপ্ত তথ্য পরীক্ষা করে চূড়ান্তভাবে নির্বাচন করবেন। 
আরো কিছু দাপ্তরিক কাজ শেষ চূড়ান্তভাবে নির্বাচিত ভাতাভোগীদের নিকট ভাতার কার্ড বিতরণ করা হয়। 

মাতৃকালীন ভাতা প্রাপ্তদের তালিকা

কাচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়,

ভোলা সদর,ভোলা।

      বিষয়ঃ-দরিদ্র মা,র জন্যমাতৃত্বকাল ভাতা ভূগিদে  নামের তালিকা।

 

ক্রমিক নং

ভাতা ভোগীর নাম

পিতা/স্বামীর নাম

ঠিকানা

ঊয়স

ওয়ার্ড নং

মমত্মব্য

মোসাঃ খাদিজা বেগম

মোঃ সোহাগ কাজী

কাচিয়া

২৩

১নং

 

চম্পা বেগম

মোঃ রত্তন খান

 

কাচিয়া

২৫

১নং

 

নাজমা বেগম

জিয়াউল হক

কাচিয়া

২৪

২নং

 

উষা রানী

সুকদেব শীল

কাচিয়া

২২

৩নং

 

সাবিনা ইয়াসমিন

মোঃ কবির ফরাজী

কাচিয়া

২২

৩নং

 

হাসিনা বেগম

হানিফুর রহমান

কাচিয়া

২৭

৪নং

 

মুন্নী আক্তার সোনিয়া

মোঃ রায়হান

কাচিয়া

২০

৪নং

 

শিল্পী বেগম

ফোরকান

কাচিয়া

২১

৪নং

 

হামিদা বেগম

মোঃ টুনু ফকির

কাচিয়া

২৭

৪নং

 

১০

রীনা বেগম

মোঃ কামাল

কাচিয়া

২২

৪নং

 

১১

লিজা বেগম

মোঃ আলমগীর

কাচিয়া

২০

৬নং

 

১২

রাবেয়া বেগম

মোঃ বজলু মৃধা

কাচিয়া

২৭

৬নং

 

১৩

আকলিমা বেগম

মোঃ সুলতান কারিকর

কাচিয়া

২৫

৬নং

 

১৪

সবিতা রানী

লিটন চন্দ্র বালা

কাচিয়া

২৫

৬নং