ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার তালিকা
ছবি | নাম | পদবি | শিক্ষাগত যোগ্যতা | মোবাইল | ই-মেইল | |||||
|
মোঃ রুবেল | উদ্যোক্তা | মাস্টার্স | ০১৯৬১৯৬০৪১৫ |
1993mdrubel@gmail.com |
|||||
স¤প্রতি রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত ৪ হাজার ৫০০ ডিজিটাল সেন্টারের প্রায় ১১ হাজার উদ্যোক্তা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ভাষায়, প্রতিটি ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করার লক্ষ্যেই ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। নিজের পায়ে দঁড়ানো শুধু বাংলাদেশেই নয়; বেকার যুবকদের জন্য দেশে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে বিদেশে গিয়েও তারা কর্মসংস্থান করতে পারে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য বেশি অর্থেরও প্রয়োজন হয় না। মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য নিজের কাজ নিজেকেই করতে হবে। প্রশিক্ষণ ও শিক্ষা নিয়ে নিজেদেরকে কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের তরুণরা কর্মসংস্থান ব্যাংক থেকে এখন জামানতবিহীন এক লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারে। ভবিষ্যতে এ ঋণের পরিমাণ দুই লাখ টাকায় বৃদ্ধি করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস