Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

communication dss

যোগাযোগ বলতে অনেকেই কথা বলা বা দেখা করাকে বুঝে থাকি। 
যদি বই থেকে উদৃতি দিতে চাই, তাহলে মনের ভাব প্রকাশের জন্য অন্যের কাছে বার্তার আদান প্রদানকে যোগাযোগের প্রাথমিক পরিচয় হিসেবে বলা যায়।
কিন্তু এর বাহিরেও একটু মজার আলাপ রেয়েছে। চলুন দেখে নেয়া যাক,

যোগাযোগ হল তথ্য আদান প্রদানের উপায়। মানুষ থেকে মানুষ বা যন্ত্র থেকে যন্ত্রে তথ্য আদান প্রদান হতে পারে। মাধ্যম-ও হতে পারে শব্দ, বিদ্যুৎ, তড়িৎচৌম্বক বিকিরণ (আলো বা রেডিও-ওয়েভ)। 
এছাড়াও যোগাযোগের মাধ্যমে মনের ভাব আদান প্রদান করা হয়। যোগাযোগ করার জন্য যে ধরণে মিডিয়া ব্যবহার করা হয় তা নিচে দেওয়া হলঃ

ভিজুয়্যাল যোগাযোগ
ধ্বনির সাহায্যে যোগাযোগ
স্পর্শের সাহায্যে যোগাযোগ
গন্ধের সাহায্যে যোগাযোগ
লেখার সাহায্যে যোগাযোগ

অত্র ইউনিয়নে নদী ভাঙ্গার কারণে আপাতত কোন সমাজসেবা  অফিস নাই।

অস্থায়ী একটি কার্যালয়ে অফিসের কার্যক্রম চালায়।

ইউনিয়ন সমাজসেবা অফিসার  হচ্ছে  ফাতেমা বেগম মোবাইল ০১৭২৬১৩৬৯০৫